১৭ এপ্রিল, ২০২৩
ছবি: মাদকদ্রব্য সহ আটক
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নির্দেশনায় পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আব্দুল মোত্তালেব প্রধান এর নেতৃত্বে ১৭ এপ্রিল সকালে পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ী গাড়ি তল্লাশি করে যাত্রীবাহী বেস্ট ওয়ান বাস থেকে মোছাঃ মঞ্জুয়ারা বেগম (৪৪)কে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
তার পিতা মোঃ মাহাতাব উদ্দিন, মাতা-মোছাঃ মাহমুদা বিবি, স্বামী-মোঃ রইছুল আজম খাঁ, সাং-ইসলামপুর তরফদার পাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।