৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন / সারাদেশ

পবিত্র আশুরার দিন কে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে নানা আয়োজ

১৭ Jul, ২০২৪

মহসীন মিয়া শাহিন,
শ্রীপুর উপজেলা (গাজীপুর) প্রতিনিধি

ছবি: -সংগ্রহীত

পবিত্র আশুরার দিন কে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে নানা আয়োজন ।

আজ ১০ মুহারম পবিত্র আশুরার দিন। এ দিন কে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে নানা আয়োজন। ইসলামি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী মুহারম মাসের ১০ তারিখ পবিত্র আশুরার দিন হিসেবে গন্যকরা হয়।


এই মুহারম মাসের ১০ তারিখ পবিত্র আশুরার দিনে ঘটে গেছে বহু ঐতিহাসিক ঘটনা, হাদিসের কিতাবগুলো তে বহু ঐতিহাসিক ঘটনার রয়েছে অসংখ্য প্রমান। এই মাসের সবচেয়ে উল্লেখ্য যুগ্য বিষয় হলো শাহাদায়ে কারবালা।


কারবালার 'শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনাবহুল' এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়

তারই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে আয়োজিত হচ্ছে পবিত্র আশুরার দিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। 

এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন অত্র গ্রামের মৃত আব্দুর রফিক মিয়া এবং মৃত মোঃ আব্দুর রাশিদ মিয়া। তবে তাদের মৃত্যুর পরে এই অনুষ্ঠান তাদের সম্তানরা পালন করছেন।

অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আনিছ  মিয়া নামে একজন বলেন ছোট থেকে দেখছি বাপ চাচারা এই আয়োজন করছে। তার ধারাবাহিকতায় আমরা তিনাদের সন্তান হিসেবে করে যাচ্ছি। তিনি আরো বলেন আমাদের এলাকার বাসিন্দারা সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়ে থাকে। আমরা সকলের সহযোগিতায় প্রতি বছর মুহারম এর ১০ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করে এলাকার সকল  মৃত ব্যক্তির মাগফেরাত কামনায় দোয়া করি এবং এলাকা বাসির জন্য দোয়া করি।

তিনি আরো বলেন তাদের পরবর্তী প্রজন্মও এভাবেই সমাজের সকল কে নিয়ে এই আয়োজন করবে ইনশাআল্লাহ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good