২০ Jun, ২০২৩
ছবি: নওহাটা পৌরসভার বাজেট সভায় অতিথিবৃন্দ
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) নওহাটা পৌরসভা প্রাঙ্গনে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ৫৮ কোটি ৫হাজার ১৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়।
নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তৈয়ব আলী, নওহাটা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী।
পবা উপজেলা আ'লীগের দফতর সম্পাদক মো. আব্দুল মাননান এর সঞ্চালনায় অতিথি ছিলেন, নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, হিসাব রক্ষক কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষক নাসির উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম পারভেজ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার সিদ্দিক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান শেখ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা বেগম, রেশভানু বেগম ও রাশেদা বেগম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামাণিক, ওয়ার্ল্ড ভিশন রাজশাহীর সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমেদ সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উন্মুক্ত বাজেট অধিবেশনে সভায় ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ৫৮ কোটি ৫হাজার ১৭১ টাকার ঘোষণা করেন নওহাটা পৌর সচিব মো মিজানুর রহমান। এর মধ্যে রাজস্ব বাজেটে আয় দেখানো হয়েছে- ৬ কোটি ৭৩ লাখ ৬৮হাজার ৬৭৪ টাকা ও উন্নয়ন খাতে আয় ৫১ কোটি ২৬লাখ ৩৬হাজার ৪৯৭ টাকা। এছাড়াও উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৪ লাখ ৮৬হাজার ৪৯৭ টাকা।