৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পায়রা বন্দরে সাইপ্রাসের জাহাজ

১৯ এপ্রিল, ২০২৩

মোঃ প্রিন্স মাহমুদ,
পটুয়াখালী জেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: সংগৃহীত


৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সাইপ্রাসের পতাকাবাহী এ জাহাজটি ইনার অ্যাংকোরেজে নোঙ্গর করে।
৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরে সাইপ্রাসের জাহাজ

গত ১৫ এপ্রিল ১৩ মিটার গভীরতার এ জাহাজটি আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। পরে লাইটারের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ। বর্তমানে ১০ দশমিক ৩০ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ইনার অ্যাংকোরেজে প্রবেশ করায় আরেক নতুন ইতিহাস গড়ল পায়রা বন্দর।
এর আগে ৪০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ম্যাসিনিয়ান স্পায়ার নামের ১০ দশমিক ২ মিটার গভীরতার মাদার ভ্যাসেল বন্দরের ইনার অ্যাংকোরেজে ভিড়েছে।

পাথর উৎপাদন তিনগুণ করতে চান নীতিনির্ধারকরা

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, এ পর্যন্ত বন্দরে দেশী বিদেশী ১ হাজার ৪২০টি জাহাজ পণ্য খালাস করে। এর মধ্যে ৩০৮টি বিদেশি মাদারভ্যাসেল রয়েছে।
বিশেষ করে গত ২৬ মার্চ ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হওয়ার পর থেকে বন্দরে আসতে শুরু করে বড় বড় মাদারভ্যাসেল।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good