৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর মায়ের নামে সরকারি ঘর বরাদ্দের অভিযোগ

০৪ মে, ২০২৩

মকবুল হোসেন চৌধুরী প্রিতম,
ধর্মপাশা উপজেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: পয়েলের মায়ের নামে সরকারি ঘর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচপুর গ্রামের এম এম রেজা পহেল প্রভাব কাটিয়ে দুর্যোগ সহনীয় বাঁশ গৃহ তার মায়ের নামে বরাদ্দ করিয়া নকশা পরিবর্তন করে  নিজের নকশা অনুযায়ী নির্মাণের বিষয়ে অভিযোগ উঠেছে ।

অভিযোগে উল্লেখ করা হয় বর্তমান সরকারের ২০১৯-২০ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় দুর্যোগ গৃহ হীনদের জন্য দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মাণ প্রথম পর্যায়ে নগদ অর্থ বরাদ্দ প্রধান করা হয়। এই বরাদ্দের ঘর পাওয়ার কথা সমাজের হতদরিদ্র পরিবারের। কিন্তু এম এম রেজা পহেল প্রভাব কাটিয়ে ওই বরাদ্দ থেকে তার মা ফৌজিয়া রহমানের নামে ঘর অনুমোদন করে ।পরে সরকারি নিয়ম নীতি তুয়াক্কা না করে সেই ঘরে নকশা পরিবর্তন করে নির্মাণ করে নিজে ব্যবহার করে আসছে পহেল।‌‌এই সংক্রান্ত অভিযোগটি গত ০২মে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে দায়ের করেছেন মকবুল হোসেন চৌধুরী (প্রিতম) নামে এক ব্যক্তি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good