৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

অযত্ন অবহেলায় পড়ে আছে ঐতিহাসিক প্রত্নবস্তু!

২৯ জানুয়ারী, ২০২৫

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: নাসিরনগর ও মাধবপুরে পাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক প্রত্নবস্তু


হবিগঞ্জের মাধবপুর ও ঘেষা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক  প্রত্নবস্তুর সন্ধান পাওয়া গেছে।এসব উদ্ধারে কর্তৃপক্ষের গাফিলতিও অভিযোগ পাওয়া গেছে।

এসব প্রত্নবস্তুর মধ্যে জমিদারদের ব্যবহৃত দৃষ্টিনন্দন খাট-পালং,মুঘল আমলের তেলোয়ার,পোলাওদানি ও কুপিবাতি ইত্যাদি।

১৮শ শতাব্দীর আগে নির্মিত নাসিরনগরের হরিপুর জমিদার বাড়ির জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী রেখে মূল্যবান ঐতিহাসিক যে খাট-পালং ব্যবহার কররো তা একটি চক্র গোপনে তাদের বাড়িতে কুক্ষিগত করে রেখেছে।

এসবের অবস্থান ও যাবতীয় তথ্য কালবেলার প্রতিবেদকের কাছে রয়েছে।

এছাড়া মাধবপুরের চৌমুহনী ইউপির দুটি গ্রামেও ঐতিহাসিক গুরুত্ব বহন করা মুঘল আমলের দেলোয়ার, পোলাওদানি, কুপিবাতিরও সন্ধান মিলেছে। এসব প্রত্নবস্তুর অবস্থান ও ঠিকানা ভিডিওসহ প্রত্নত্তত্ব অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে প্রেরণ করলেও তারা এসব উদ্ধারে কোন ব্যবস্থা নিচ্ছেন না ।

অনতিবিলম্বে এসব উদ্ধার না করলে এসব ভারতে পাচার হওয়া সম্ভাবনাও রয়েছে বলেও জানিয়েছেন একটি বিশেষ সূত্র।

এলাকাবাসী অভিমত,প্রত্নতত্ত্ব অধিদপ্তর হরিপুর জমিদার বাড়িতে যে একটি মিনি জাদুঘর বা গ্যালারি তৈরির চিন্তা করছে এসব প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র সেখানে গৌরবের সাথে স্থান নিতে পারে।

মাধবপুর উপজেলার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম বলেন,প্রত্নবস্তু রাষ্ট্রীয় সম্পত্তি। হরিপুর জমিদার বাড়ির সম্ভাব্য মিনি গ্যালারি বা জাদুঘরকে সমৃদ্ধ করতে ওইসব প্রত্নবস্তু দ্রুত উদ্ধার করা উচিত। এতে নতুন প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্য সচেতন হবে।

এদিকে ওইসব ঐতিহাসিক জিনিসপত্রসমূহ তথ্য হোয়াটসঅ্যাপে প্রেরণ করে নাসিরনগর উপজেলার ইউএনও শাহিনা নাসরিনকে একাধিক ফোন ও মেসেজ দেয়া হলেও কোন উত্তর বা প্রতিক্রিয়া জানান নি।

সংশ্লিষ্ট কুমিল্লার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান জানান,এসব জিনিসপত্রের অনেক গুরত্ব রয়েছে আমাদের কাছে।এসব উদ্ধারে আমাদের নিজস্ব আইনও রয়েছে।

এসব কেউ আটকে রাখতে পারবেনা। এসব নিয়ে জমিদার বাড়িতে মিনি গ্যালারি তৈরি হচ্ছে।তবে উদ্ধার করতে হলে আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। আমাদের তেমন লোকবল নেই।

রাষ্ট্রীয় এসব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জিনিসপত্র  অনতিবিলম্বে উদ্ধারে কোন ব্যবস্থা গৃহীত হবে কিনা এ প্রশ্ন করা হলে একেএম সাইফুর রহমান তেমন কোনো সদুত্তর দেননি।

ছবি:নাসিরনগর ও মাধবপুরে পাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক প্রত্নবস্তু।

Related Article