১৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিত
প্রতিষ্ঠার ৩য় বর্ষে গাইবান্ধার পথে প্রান্তরে জেলার সর্বত্র রয়েছে ঢাকা পোস্ট। অনলাইন পোর্টালের জগতে ভিন্নধর্মী মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকা পোস্টের সাফল্য কামনা করেন পাঠকগণ।
আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় ঢাকা পোস্টের তৃতীয় বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরে হাবীব টিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এত অল্প সময়ে ঢাকা পোস্ট ব্যাপক সুনাম অর্জন করেছে এবং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পাঠকের মন জয় করে চলছে।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ের সামন থেকে একটি র্যালী বের করা হয়। রালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি নুরে হাবীব টিটন ও প্রেসক্লাবের সভাপতি খালেদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা পোস্টের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিপন আকন্দ। সব শেষে কেক কাটার মধ্যদিয়ে শেষ হয় ঢাকা পোস্টের এ আয়োজন।
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহসভাপতি রবিন সেন, মিজানুর রহমান রাজু , শাহজাহান সিরাজ। এছাড়াও পলাশবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক আব্দুল হান্নান আকন্দ, দৈনিক আমার সংবাদের মাসুম বিল্লাহ, দৈনিক মত প্রকাশের লাঁলচান বিশ্বাস সুমন, দৈনিক ইনফো বাংলার ওবাইদুল ইসলামসহ সাংবাদিক মাহাবুব মিয়া, মানিক সরকারসহ আমন্ত্রিত অতিথী, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
Good news
Good