১৪ অক্টোবর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য / আন্তর্জাতিক

অনিশ্চয়তায় মেডিকেল শিক্ষার্থী:ডব্লিউ এফ এম ই অনুমোদন পায়নি বিএমডিসি

০৫ অক্টোবর, ২০২৫

মোঃ শাহরিয়ার,
লোহাগাড়া উপজেলা (চট্রগ্রাম) প্রতিনিধি

ছবি: ডব্লিউ এফ এম ই অনুমোদন ছাড়াই চলছে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা

 

WFME অনুমোদন ছাড়াই চলছে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা
অনিশ্চয়তায় ভবিষ্যৎ ডাক্তাররা, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে— প্রক্রিয়া চলমান

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) এখনো পর্যন্ত World Federation for Medical Education (WFME)-এর স্বীকৃতি অর্জন করতে পারেনি। ফলে দেশের চিকিৎসা শিক্ষার মান ও আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে, বিদেশে উচ্চতর পড়াশোনা করতে আগ্রহী মেডিকেল শিক্ষার্থীরা পড়েছেন গভীর অনিশ্চয়তায়।

WFME (World Federation for Medical Education) হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সহযোগী প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী চিকিৎসা শিক্ষার মান নির্ধারণ ও অনুমোদন প্রদান করে।
২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক ECFMG (Educational Commission for Foreign Medical Graduates) ঘোষণা দিয়েছে— কেবলমাত্র WFME স্বীকৃত মেডিকেল কাউন্সিলের অধীনে থাকা মেডিকেল কলেজের স্নাতকরাই USMLE পরীক্ষা ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রশিক্ষণের (Residency) সুযোগ পাবেন।

ফলে বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনকারীদের জন্য বিদেশে চিকিৎসা ক্যারিয়ার গড়ার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে WFME অনুমোদন না পাওয়ার কারণে।
BMDC সূত্রে জানা গেছে, সংস্থাটি প্রায় এক বছর আগে WFME স্বীকৃতির জন্য আবেদন করেছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত অনুমোদন না মেলায় ঝুলে আছে বিএমডিসির আবেদন। 
WFME স্বীকৃতি পেতে একটি দেশের মেডিকেল কাউন্সিলকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয়— যেমন শিক্ষা কাঠামো, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো ও প্রশাসনিক স্বচ্ছতা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“WFME-এর সব শর্ত পূরণের কাজ চলছে। কিছু আইনি ও প্রশাসনিক সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হলে অনুমোদন পাওয়া সহজ হবে। আমরা আশাবাদী।”

WFME অনুমোদন না থাকায় দেশের তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে প্রবল হতাশা।
একজন ইন্টার্ন চিকিৎসক বলেন,

“আমরা বিদেশে পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিং নিতে চাই, কিন্তু WFME অনুমোদন না থাকায় আবেদনও করতে পারছি না। প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে— এটা আমাদের জন্য বড় ক্ষতি।”

চিকিৎসা শিক্ষাবিদরা মনে করছেন, WFME অনুমোদন না থাকলে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা আন্তর্জাতিকভাবে পিছিয়ে পড়বে।

“ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা WFME স্বীকৃতি পেয়েছে। অথচ বাংলাদেশ এখনো অপেক্ষায়। দ্রুত অনুমোদন না পেলে আমাদের ডাক্তাররা বিশ্বমানের সুযোগ থেকে বঞ্চিত হবেন।”

WFME স্বীকৃতি শুধু আন্তর্জাতিক স্বীকৃতি নয়— এটি চিকিৎসা শিক্ষার মান, নৈতিকতা ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রতীক।
বিশেষজ্ঞদের মতে, BMDC ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে WFME অনুমোদন অর্জন করতে হবে, যাতে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা আবারও বিশ্বমানে ফিরে আসে এবং ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তাররা হারানো সুযোগ ফিরে পান।

Related Article