০৭ মার্চ, ২০২৩
ছবি: পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোকচিত্র প্রদর্শন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী করা হয়েছে।
এর আগে সকালে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ রমেশ চন্দ্র সেন এমপি, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষ ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৭ই মার্চ উপলক্ষে চিত্রাঙ্গন, আবৃতি প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।