১৯ এপ্রিল, ২০২৩
ছবি: ব্যবসায়িদের সাথে পুলিশ ও প্রশাসনের মতবিনিময়
যে কোন ধরণের অগ্নিকান্ড প্রতিরোধে মার্কেট গুলোর ব্যবসায়িদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের মার্কেট গুলোতে গিয়ে ব্যবসায়িদের সাথে মতবিনিময়কালে অগ্নিকান্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়।
আজ বুধবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের ছোট বড় মার্কেট গুলোর ব্যবসায়িদের সাথে মতবিনিময় করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, ,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মশিউর রহমান, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Good news
Good