১৬ মার্চ ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / মতামত / সাহিত্য ও সংস্কৃতি

অগ্নিঝরা মার্চ

০১ মার্চ, ২০২৩

জুয়েল রানা,
দেলদুয়ার উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

আজ থেকে শুরু হলো অগ্নিঝরা মার্চ মাস। ১৯৭১ সালের ১লা মার্চ বাঙ্গালী জাতির আত্ম পরিচয়ের দিন। একাত্তরের অগ্নিঝরা মার্চের এদিনে বাঙ্গালী জাতি জেগে উঠেছিলো তাদের অধিকার আদায়ের আন্দোলনে। মেতে উঠেছিলো নিজেদের স্বাধীকার আদায়ের রক্তঝরা সংগ্রামে। স্বাধীনতা অর্জনের হুশিয়ারী হুঙ্কার দিয়েছিলো স্বৈরাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। জীবন বাজি রেখে পাকিস্তানি স্বৈরাচার শাসক শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়তে বিন্দু মাত্রও দ্বিধা করেনি বীর বাঙ্গালীরা। অকুতোভয়ে বাঙ্গালীরা আত্ম পরিচয়ের সন্ধানে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগুতেছিলো বিজয়ের দৃঢ় প্রত্যয়ে। নিজেদের ন্যায্য অধিকার তথা স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে বাঙ্গালীদের অন্তরে ছিলোনা কোনো প্রকার ভয়ভীতি। ভয় ছিলোনা প্রতিপক্ষের নির্যাতন কিংবা মরণের। সকল প্রকার সংশয়-সংহার তোয়াক্কা না করে বাঙ্গালীরা জানাতে চেয়েছিলো শুধু তাদের আত্ম পরিচয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ‘পূর্ব পাকিস্তান’ আর ‘পশ্চিম পাকিস্তান’ এ দুই প্রদেশ মিলে এক দেশ ছিলো। আমাদের দেশের নাম ছিলো ‘পূর্ব পাকিস্তান’। আর অপরটি ছিলো ‘পশ্চিম পাকিস্তান’। এ দুই প্রদেশের শাসন পরিচালনা করতো পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসনকার্য থেকে শুরু করে নিমজ্জ্বিত-নিষ্পেসিত নিপিড়নের যাঁতাকলে সর্বোপরি বৈষ্যম্যে পৃষ্ট হয়ে দিনের পর দিন আসতেছিলো এদেশের খেটে খাওয়া শান্তি প্রিয় প্রতিটি মানুষ। পাকিস্তানি শাসক গোষ্ঠীর যাঁতাকলের নির্যাতন থেকে মুক্তি পেতে এদেশের বুদ্ধিজীবীসহ সর্বস্তরের পেশাজীবীরা বিভিন্ন কৌশল খুঁজতে থাকেন। আর ভাবতে থাকেন কিভাবে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যায়। যার অন্তিম যাত্রা শুরু হয়েছিলো ১৯৭১ সালের ১লা মার্চ।

Related Article