৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে ২৪ নারী ও পুরুষ উদ্বার

১৩ ডিসেম্বর, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য তৈরী ২৪ নারী ও পুরুষ

অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে ২৪ নারী পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ২১ জন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক ও ৩ জন বাংলাদেশী নাগরিক রয়েছে।

বুধবার ১৩ ডিসেম্বর রাত ১২ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে দাবী পুলিশের।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ওসমান গনি জানান, উদ্ধারকৃতদের মধ্যে ছয় শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। এরমধ্যে ২১ জন উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করা রোহিঙ্গা ক্যাম্প।

ওসি ওসমান গনি জানান, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার কথা বলে উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফ বাহারছড়া পাহাড়ের পাদদেশে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ বাংলাদেশীসহ ২১ রোহিঙ্গাকে সেখান থেকে উদ্ধার করে।

তবে এসময় কোনো পাচারকারীকে ধরতে পারেনি পুলিশ। তিনি আরো জানান, তাদের কয়েকটি দল পাচারকারীদের ধরতে মাঠে রয়েছে। এ ঘটনায় মামলার পাশাপাশি উদ্ধার রোহিঙ্গাদের আদালতের মাধ্যমে নিজ নিজ আশ্রয়শিবিরে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good