০৯ অক্টোবর, ২০২২
ছবি: জাল সহ জেলে ।
প্রচুর প্রচার প্রচারণা, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, সরকারী সাহায্য সহযোগীতা দেয়া স্বত্ত্বেও থেমে নেই কিছু ব্যবসায়ীদের অন্যায় করা থেকে বিরত থাকা।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় দশমিনার তেতুলিয়া নদীতে মাছ ধরার সময়,
এ.এস.পি তুহিন রেজা, র্যাব- ৮
পটুয়াখালী সি পি সি - ১
ও
মহিউদ্দিন আল হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা দশমিনা কর্তৃক
মোঃ ইব্রাহিম হাওলাদার
পিতাঃ মোঃ রশিদ হাওলাদার
৯নং ওয়ার্ড গোল খালী
উপজেলা - দশমিনা
জেলা - পটুয়াখালী
থেকে কয়েক লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এবং তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমান আদালতের রায় অনুযায়ী আসামীকে ১বছর কারাদন্ড প্রদান।