২৯ Jun, ২০২৫
ছবি: নতুন কোন করারোপ ছাড়াই ছাতক পৌর সভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন কোন করারোপ ছাড়াই
ছাতক পৌর সভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা।
সুনামগঞ্জের ছাতক পৌর সভার ২০২৫- ২০২৬ অর্থ বছরে নতুন কোন করারোপ ছাড়াই ৫৪ কোটি ৮৩ লক্ষ ৮৪ হাজার ৩শ ৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে পৌর সভার সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
বাজেটে প্রস্তাবিত মোট আয় দেখানো হয়েছে ৫৪,৮৩,৮৪,৩৪৭ টাকা ও প্রস্তবিত মোট ব্যয় দেখানো হয়েছে ৫২,৮৮,৫৯,৫৯৪ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১,৯৫,২৪,৭৫৩ টাকা।
বাজেট ঘোষণা কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কাউন্সিলর শাহ মোহাম্মদ শফিউর রহমান,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কাউন্সিলর আইনুল ইসলাম ভূইয়া, পৌর হিসাব রক্ষক কুলসুমা বেগম, পৌর কর আদায় কারি জামাল উদ্দিন প্রমূখ।বাজেট ঘোষণা কালে স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Good news
Good