৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বেলাবোতে জাতীয় ভোটার দিবস উদযাপন

০২ মার্চ, ২০২৩

মোঃ নাজমুল হক চৌধুরী,
নরসিংদী জেলা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি।

জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার ২ মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদের সভাকক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী ভূপতিরঞ্জন সূত্রধরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তী নতুন ভোটার হওয়ার আগ্রহীদের নির্বাচন অফিসে সেবা প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, আঠার বছর হলেই প্রতিটি নাগরিকের জন্য ভোটার হওয়া ও ভোটাধিকার প্রয়োগ করা সাংবিধানিক অধিকার। ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম একটি অংশ।

ভোটার হতে এসে নাগরিকরা যাতে কোন প্রকার হয়রানি ও বিড়ম্বনার স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সারাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী ভোটার হওয়ার বিষয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে সেই ব্যাপারে যাচাই-বাছাইয়ের সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে নাগরিকদের সাথে দায়িত্বশীল আচরণও করতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good