২১ মে, ২০২৩
ছবি: মৃত মেহেদী হাসান মিশু
২১মে রবিবার সকাল দশটায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে তাবলীগ জামায়াতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। নিহত যুবকের নাম মেহেদী হাসান মিশু(২৫)। ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের পল্লী চিকিৎসক শামসুল হক পলাশের পুত্র। মেহেদী মেডিকেল এ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পুর্ন করে প্রাইভেট প্রাকটিস করছিলো।
নিহতের পরিবার জানায়, তাকে দুই মাস আগে স্থানীয় তাবলীগ জামায়াতের একটি দলের সাথে ৩ চিললায় (১২০ দিন) পাঠানো হয়। গত দুই মাসে দেশের বিভিন্ন জায়গা ঘুরে গত ১৮ মে বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বোখারী জামে মসজিদে ১৪ জন সফর সঙ্গীসহ আসেন। সবাই মিলে ঐ এলাকায় ঘুরে ইসলাম প্রচার করছিলেন। এমতাবস্থায় ২১ মে রবিবার ভোর রাতে সফর সঙ্গীদের অজান্তেই মসজিদের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেহেদী। রবিবার সকালে তার সাথী ভাই মৃত্যুর খবর পরিবারকে জানায়।
বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। তৎক্ষনাৎ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়। তবে মৃত্যুর কোন কারণ পুলিশ জানায় নি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, তিনি নিহতের পরিবার থেকে মৃত্যুর খবর জানতে পান।
Good news
Good