১৮ Jun, ২০২৩
ছবি: সাংবাদিক নাদিম, হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
রবিবার (১৮ জুন) সকাল ১১ টায় নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনার চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, এবং বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ শাখা আলাদা ব্যানারে এই মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ-সম্পাদক এম.আর রকি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান,এবং বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম রানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। কিন্তুু এসব ঘটনার বিচার হচ্ছে না। সাংবাদিকদের উপর হামলার বিচার না হওয়ায় আজ জামালপুরের সাংবাদিক নাদিমকে এভাবে হত্যার সাহস পেয়েছে ক্ষমতাসীল ব্যাক্তিরা। সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানান বক্তারা।