৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন

নওগাঁর মান্দায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

০৭ সেপ্টেম্বর, ২০২৩

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: জন্মাষ্টমীর বর্ণাট্য শোভাযাত্রা

নওগাঁর মান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালন হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকালে প্রসাদপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির ও দেলুয়াবাড়ির সার্বজনীন সনাতন সংঘের উদ্যোগে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়।

শোভাযাত্রাটি হাসপাতাল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে প্রসাদপুর কেন্দ্রীয় মন্দিরে ফিরে আসে। উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় নারী ও পুরুষ অংশ নেন।

প্রসাদপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির পূজা কমিটির সভাপতি বাবু অবনী ভূষণ প্রামানিক এর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সেরের  মাধ্যমে বক্তব্য দেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৯-নওগাঁ, ৪- মান্দা, সাবেক মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রানালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ এমদাদুল হক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মান্দা, নওগাঁ, জনাব মোসাঃ লায়লা আঞ্জুমান বানু উপজেলা নির্বাহী অফিসার, মান্দা, নওগাঁ, জনাব মোঃ নাজিম উদ্দিন মন্ডল সভাপতি, মান্দা উপজেলা আওয়ামী লীগ, মান্দা, নওগাঁ, জনাব এ্যাডঃ মোঃ নাহিদ মোর্শেদ (বাবু) সাধারণ সম্পাদক, মান্দা উপজেলা আওয়ামী লীগ, মান্দা, নওগাঁ, বাবু গৌতম কুমার মহন্ত ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মান্দা, নওগাঁ, মোছাঃ মাহবুবা সিদ্দিকা রুমা মহিলা ভাইস চেয়ারম্যান মান্দা, নওগাঁ প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।


 

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news