১৯ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: জেলা প্রশাসকের সাথে মতবিনিময় এর চিত্র
নওগাঁ মান্দায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩, উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজন পরিদর্শন শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে জেলা প্রশাসক মোঃ গোলাম মাওলার সঙ্গে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও নিকাহ্ রেজিস্টারগণদের মধ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মান্দা উপজেলা প্রকল্প কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সি, অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজীসহ প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জন প্রতিনিধি, সুধীজন,সাংবাদিক গন মান্দা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যা গুলো সমাধানের জেলা প্রশাসক দ্রুত কাজ করার আশ্বাস প্রদান করেন।