১১ জানুয়ারী, ২০২৩
ছবি: ঘটনাস্থলের চিত্র
ডাঙ্গায় এনডিএ গ্রুপের ড্রাম ট্রাকের চাপায় নিহত তিন বছরের শিশু বুধবার ১১( জানুয়ারি) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তাসমিয়া( ৩)। নিহত তাসমিয়া কেন্দুয়াব গ্রামের হোসেন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনডিএ ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ড্রাম ট্রাক আজ সকাল থেকে পাঁচদোনা-ডাঙ্গা সড়কের নির্মাণ কাজ করছিলো। পরে ১২টার দিকে ট্রাকটি ডাঙ্গার কেন্দুয়াব গ্রামের ঠেঙ্গারদী এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিয়া নামের তিন বছরের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাসমিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ড্রাম ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ।
ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, " এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রাক্রিয়াধীন, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে"।
Good news
Good