১৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বিট পুলিশিং সংক্রান্ত বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল সিরাজুল ইসলাম
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজগড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশি সেবাকে জনগনের দৌরগোরায় পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা পুলিশ বিট পুলিশিং কার্যক্রম জিনোদপুর ইউনিয়ন পরিষদে। জিনোদপুর ইউনিয়ন ১৪ নং বিটে আলোচনা সভা আয়োজন করা হয়।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জিনদ পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসভা অনুষ্ঠিত হয়। জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার, বীট পুলিশিং অফিসার, এস আই মনির হোসেন ও এ এস আই কাউসার, জিনোদপুর বাজার কমিটির সভাপতি সোহেল আহমেদ, সেক্রেটারি নজরুল ইসলাম, কৃষক লীগ জিনোদপুর ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম মাইনু সরকার, সহ রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বক্তৃতা দিতে গিয়ে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা ব্যক্ত করে বলেন, বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ার ফলে যার সুফল ভোগ করতে শুরু করেছে উপজেলায় বসবাসকারী সুনাগরিকবৃন্দ। এতে করে কমেছে দাঙ্গা, ইভটিজিং, মদ, জুয়া, নারী নির্যাতন এবং বিভিন্ন সামাজিক অপরাধ।
প্রধান অতিথি নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিট পুলিশিং সম্বন্ধে জনসাধারণকে ধারণা প্রদান করেন এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মদ, জুয়া, ইভিজিটিং, দাঙ্গা, বাল্যবিবাহ, পারিবারিক বিবাদ, নারী নির্যাতন প্রভৃতি ক্ষেত্রে বিট পুলিশিং এর ভূমিকা সম্পর্কে বিশদ আলোকপাত করেন।
Good news
Good