২২ অগাস্ট, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: গণসংযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে গণিশাহ মাজারসংলগ্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
এরপর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত "রাষ্ট্র মেরামতের ৩১ দফা" বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য সলিমগঞ্জ বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় তিনি বলেন, “সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন আমাদের সঙ্গে ছিল এবং থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না। যারা নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা ও ষড়যন্ত্র করছেন, এই জাতি ও জনগণ তাদের কিছুই মেনে নেবে না। দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে হলে নির্বাচনের বিকল্প নেই।”
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Good news
Good