১৪ ডিসেম্বর, ২০২২
ছবি: উপস্থিত অতিথিবৃন্দের একাংশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে র্যালী ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতি অনির্বাণ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকে সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম সাহন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দীন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার প্রমুখ। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে, দুপুর ১টায় নবীনগর মুক্ত দিবসে উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গণকবরের পাশে দর্শনার্থীদের সুবিধার্থে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।
Good news
Good