০৩ Jun, ২০২৩
ছবি: উদ্বোধন কালীন বক্তৃতায় এবাদুল করিম বুলবুল বুলবুল এমপি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বিকন ফার্মাসিটিক্যাল এর কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম এমপি।
শনিবার (৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, ওসি সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এবাদুল করিম বুলবুল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার অনুরোধ জানান এবং আগামী ৬ মাসের ভিতরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা বিশিষ্ট থেকে ১০০ শয্যায় রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।