৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগরে সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠা উৎসব অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারী, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: ছবি,

তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপি মাদ্রাসা প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন। উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সাংবাদিক মামুনুল হাসান সহ আরো অনেকে।মাদ্রাসার সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিনের তত্ত্বাবধানে পিঠা উৎসবে ৬ষ্ঠ থেকে আলিম শ্রেণির ১০টি স্টলে প্রায় শতাধিক দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর  মধ্যে পাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, তালেক পিঠা, নারিকেল পিঠা, পাক্কন পিঠা, রেশমী পিঠা, ঝিলমিল পিঠা, ডিম সুন্দরী পিঠা, হৃদয় হরণ পিঠা অন্যতম।

অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্য হচ্ছে আমাদের বিশাল একটা শক্তি। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণরাই সহযোগিতা করবে।মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তারুণের উৎসব পালনের অংশ হিসেবে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা বাহারি রকমের পিঠার স্বাদ নিতে কেনাকাটায় উপচেপড়া ভিড় করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good