২৩ মার্চ, ২০২৫
ছবি: সিরাজ শাহ এর মাজার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের শিবপুর হযরত সিরাজ শাহ (রঃ) এর মাজারের আধিপত্যকে কেন্দ্র করে ভাঙ্গচুর ও খাদেম মো. খুরশেদ আলমকে দা দিয়ে কুপিয়ে মাথায় জখম করার অভিযোগে পাওয়া গেছে।
এই ঘটনাটি ঘটিয়েছে এলাকার রিফাত ও রিপনসহ কতিপয় দূর্বৃত্তরা। এই ঘটনায় গতকাল রবিবার নবীনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী খাদেম খুরশেদ আলম।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার (২১/৩) দুপুর ১ টার দিকে মাজারের খাদেম মো. খুরশেদ আলমের দোকানে এসে অর্তকিত হামলা করে হযরত সিরাজ শাহর মাজারে ভাঙ্গচুর চালায় মৃত কালাম মিয়ার দুই সন্তান রিফাত মিয়া ও রিপন মিয়াসহ দুর্বৃত্তরা ।
বর্তমানে এলাকায় উত্তেজনায় বিরাজ করছে।আহত খাদেমের মা জোবেদা খাতুন বলেন, চিল্লাচিল্লি শুনে এসে দেখি আমার ছেলে খুরশেদকে দা দিয়ে কুপাচ্ছে প্রতিবেশি রিফাত, রিপনসহ এলাকার কয়েকজন।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, মাজারে ভাঙ্গচুর ও হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Good news
Good