১০ ডিসেম্বর, ২০২২
ছবি: প্রতিকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দৈনিক আজকালের খবরের প্রতিনিধি ও নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য টিটন দাসের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯/১২) রাতে নবীনগর উপজেলা পরিষদের পেছনে অবস্থিত টিটন দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ঘরের আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।
সাংবাদিক টিটন দাস জানান, গতকাল রাতে আমি ও আমার স্ত্রী মন্দিরে পার্থনা করতে গিয়েছিলাম, মন্দির থেকে ফিরে এসে দেখি আমাদের ঘরের আলমারি ভেঙ্গে ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা ও আমার স্ত্রীর ব্যবহারের ৬ ভুঁড়ি স্বর্ণ অলংকার সহ বেশ কিছু দামি কাপর-চোপর নিয়ে আমাকে সর্বস্বান্ত করে দিয়েছে। এ বিষয়ে আমি নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছি।
নবীনগর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
Good news
Good