৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগরে "কিংবদন্তির কথা বলছি” শিরোনামে আবৃত্তি অনুষ্ঠিত।

০১ মার্চ, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: ছবি,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে ভাষার মাস ফেব্রুয়ারীকে উপলক্ষ্য করে “কিংবদন্তির কথা বলছি” শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীনগর সরকারি কলেজ মিলনায়তনে।

শুক্রবার বিকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।সঙ্গীতশিল্পী মাধব ঘোষের পরিচালনায় জাতীয় সঙ্গীত পরিবেশন করে তিতাস কচিকাঁচার মেলার ক্ষুদে শিল্পীরা।আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শুভেন্দু চক্রবর্তী শুভ ও সহকারী পরিচালক ইভা আহমেদের যৌথ উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে ঋদ্ধ আলোচনায় অংশ নেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক একেএম ফজলুল হক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নাসের, আবৃত্তিশিল্পী ও শিক্ষক জালাল উদ্দিন ভূঁইয়া বিপ্লব, আবৃত্তিশিল্পী ও শিক্ষক মিনাক্ষী গুহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল, শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষিকা মাহমুদা জাহান, স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা একেএম সফর আলী, সাহিত্যকর্মী নাসিমা আক্তর স্মৃতি, আবুল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের মোস্তফা জাফরি হামিম, নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের মুহাম্মদ শাহাব উদ্দিন, ইভা আহমেদ, আজমাইল আদিল, নওশিন আনজুম রামিসা, তাসফিয়া মিম, শ্রুতি চক্রবর্তী, মোহনা চৌধুরী, শাহরিয়ার নাফিস, দেবলীনা সাহা স্নেহা, নওসিন হাবিবা, মোহাম্মদ বাইজিদ, সূর্য দেবনাথ, হেমবর্ণা দেবনাথ, অর্ক দেবনাথ, আশিকুর রহমান।
মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে নিহারিকা দাস তিশা, তাহনিয়াত তাছমী, সূর্য দেবনাথ এবং তবলায় ছিল প্রিয় দেবনাথ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good