৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

নবীনগরে জাসদের সুবর্ণজয়ন্তী উদযাপন

৩১ অক্টোবর, ২০২২

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: নবীনগরে জাসদের সুবর্ণ জয়ন্তীতে কেক কাটছেন নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। নবীনগর উপজেলা জাসদের উদ্যোগে সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সোমবার ৩১ অক্টোবর বিকাল ৪টায় নবীনগর বাজারের নিবারণ মার্কেটের তৃতীয় তলায় এ সুবর্ণজয়ন্তী পালন সম্পন্ন হয়।  

উপজেলা জাসদের আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. ইসহাক, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা আলী নেওয়াজ খান, মো. শাহাদাৎ হোসেন কাশেম ও আবু কাউসার প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রথম সারির সমাজতান্ত্রিক দল হিসেবে আন্দোলন সংগ্রামে জাসদের ভূমিকা ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক টানাপোড়েনে নবীনগরে জাসদকে পুনরুজ্জীবিত করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতান্ত্রিক আদর্শে বলীয়ান হয়ে কাজ করে যেতে হবে।

আলোচনা সভা শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা জাসদের নেতা-কর্মীবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Article