১৩ এপ্রিল, ২০২৪
ছবি: উপ সচিব মোহাম্মদ আশরাফুল আফসার কে বরণ এর সময়
ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো। জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো" এই স্লোগানকে সামনে রেখে,সবাইকে সত্যের পক্ষে এবং ন্যায়ের পথে কাজ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়নের দাপুনিয়া গ্রামের হাফেজ, আলেম ও ২০১৭-২০২৩ইং পর্যন্ত মাধ্যমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে দাপুনিয়া আল-ইহসান ইসলামী যুব সংগঠন।
১৩ এপ্রিল শনিবার, দুপুরে দাপুনিয়া ডাঃ আঃ জলিল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
আল-ইহসান সংগঠনের উপদেষ্টা ক্বারী আবু সাঈদ ও আলহাজ্ব হাফেজ আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আশরাফুল আফসার।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন,ক্বারী আবু হানিফ, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,রাকিব মাহমুদ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপ সচিব মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে পারলে তাহলেই এই সমাজ বিনির্মান করা সম্ভব।
তিনি এসএসসি পরিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ জীবনে সমাজ পরিবর্তনে নিজেদের ভালো কাজে যুক্ত রাখার আহবান জানান।আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কাজে অবদান রাখায় নবীনগর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
Good news
Good