০১ নভেম্বর, ২০২২
ছবি: ড্রেজারে দিয়ে মাটি তোলার বিরুদ্ধে প্রশাসনের অভিযান।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ নভেম্বর মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
মোশারফ হোসাইন বলেন, নবীনগর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে মাটি ব্যবসায়ী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মালিককে জরিমানা অনাদায়ে জেলপ্রদান করা হয়। অপরাধীদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটককৃতরা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।
Good news
Good