০১ নভেম্বর, ২০২২
ছবি: এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শেষে বিদায়ী অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধনা ও নবনিযুক্ত অধ্যক্ষকে বরণ করে নেওয়া হচ্ছে।
ব্রাম্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ২০২২ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়াম হলে বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহাম্মদ চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম। আরো উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন, প্রধান শিক্ষক শাহ জাহান কবির, আল আমিন খান, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য এখলাছ উদ্দিন পিন্টু ও অজুফা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সদ্য বিদায়ী অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুমকে বিদায়ী সংবর্ধনা এবং নবনিযুক্ত অধ্যক্ষ মো. ইকবাল হোসেনকে বরণ করে নেওয়া হয়।
Good news
Good