০৯ ডিসেম্বর, ২০২২
ছবি: বেগম রোকেয়া দিবসে উপস্থিত অতিথিবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা সংবর্ধনা-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা ও জয়িতা স্মারক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সাহান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, উপজেলা বনায়ন কর্মকর্তা উত্তম কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
পরে কিশোয়া জাহান নামে এক সফল নারী উদ্যোক্তাকে জয়িতা স্মারক-২০২২ প্রদান করা হয়।