২৪ জানুয়ারী, ২০২৫
ছবি: বক্তব্য রাখছেন কে এম মামুনুর রশিদ
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে।
১৫ তম ইউনিয়ন কৃষক সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর বীরগাও ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষক সমাবেশে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আমজাদ হোসেন মেম্বার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মোঃ: জসিম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহবায়ক কেএম মামুনুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক,কাজী মোঃ আ: ছাত্তার, ঢাকা মহানগর দক্ষিণের কৃষকদলের যুগ্ন আহবায়ক এডভোকেট আসাদুজ্জামান আসাদ,বীরগাও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সরকার,বীরগাঁও ইউনিয়ন বিএনপি'র সভাপতি সেলিম খান,
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক,উপজেলা পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, আলমগীর হোসেন,মজিবুর রহমান, সফিকুল ইসলাম,নুর হোসেন, রজ্জব আলী,ফয়েজ আলি,
হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, মশিউর রহমান,বাহার উদ্দিন, নুরুল ইসলাম, নজরুল ইসলাম নজু,সহ যুবদল,ছাত্রদল, কৃষকদলের ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী হাসিনা সরকার কৃষকদের সার বীজ লোট করেছে, কৃষকদের ফসল লুট করেছে, কৃষকদের ন্যায্য ফসল যখন বাজারে পাইকারদের কাছে বিক্রি করতে গেছে কৃষকদের জিম্মি করে রেখেছিলেন।
বিগত ১৬ বছর ভোট রাতে হয়েছে দিনের বেলায় গিয়ে মানুষের ভোট দিতে পারে নাই। ভোটার আইডি কার্ড থাকার পরও জনগন ভোট দিতে পারেনি। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন তাহলে এদেশের কৃষকদের জন্য উনি কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন।
আগামীতে যদি আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান ক্ষমতায় আসে আপনাদের যে দাবি গুলো রয়েছে সব দাবি পূরণ করা হবে ইনশাআল্লাহ।
Good news
Good