২৭ Jul, ২০২৩
ছবি: সাহিত্য মেলা উদ্বোধন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমি সমন্বয়ে, জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭/৭) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই প্রথম ২ দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা নবীনগর সরকারি হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অতিথিবৃন্দরা সাহিত্য মেলা উদ্বোধন করেন। এসময় বাউল সঙ্গীতের মাধ্যমে উপস্থিত সকলকে সাহিত্য মেলার চমৎকার আয়োজনকে উৎসাহিত করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেয়র এড. শিব শংকর দাস, অধ্যাপক মো: রাশেদুল হক, এসিল্যান্ড মাহমুদা জাহান, মাধ্যমিক কর্মকর্তা মোকাররম হোসেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু মোছা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত অফিসার লক্ষীপুর জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের পরিচালক মো:আল আমিন, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, কবি সাহিত্যিক আবু কামাল খন্দকার, কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, মো: স্বপন মিয়া, নাছিমা আক্তার স্মৃতি স্মৃতি।
সঞ্চালনায় ছিলেন কবি কামরুজ্জামান নীল ও শুভ চক্রবর্তী। অতিথিবৃন্দরা প্রথমেই ৪০ জন কবি সাহিত্যিক কে একটি করে রজনী গন্ধা ও গোলাপ ফুলের স্টিক দিয়ে উত্তরীয় পরিয়ে দেন।
সারাদিন স্বরচিত প্রবন্ধ পাঠ, সাহিত্যিক -কবিদের কর্মশালা ও আড্ডায় মিলিত হন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।