১৩ এপ্রিল, ২০২৩
ছবি: ছবি, অতিথিদের সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রেসক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১৩/৪)বিকেলে নবীনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান,
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সামছুল ইসলাম শাহন,ওসি(তদন্ত) মোঃ সোহেল, ইন্সপেক্টর (সার্কেল অফিস), পৌরসভার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো: জামাল হোসেন, কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো:ইসহাক, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এটিএম আব্দুল্লাহ,
উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি আজহারুল হক, বিশিষ্ট আইনজীবী অ্যাড. বিনয় চক্রবর্তী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:আশরাফ হোসেন রাজু, চেয়ারম্যান আবু মোছা,
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, বাজার সেক্রেটারি আশরাফুল আলম জনি, সিনিয়র শিক্ষক সুলতান আহমদ প্রমূখ। পরে নবগঠিত কমিটির পরিচিত পর্ব ও মিলাদ মাহফিল শেষে ইফতার পরিবেশন করা হয়। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরনে নবীনগর উপজেলা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন।
Good news
Good