০৭ ডিসেম্বর, ২০২২
ছবি: ক্লাবের সভাপতি ,সেক্রেটারি ও সকল সদস্যরা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম গত ২৮ /১১ সোমবার সকালে স্ট্রোক করে কুমিল্লা সান মেডিকেলে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদয় রোগ ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা থেকে চিকিৎসা শেষে ৫/১২ বিকালে গ্রামের বাড়ি জিনোদপুরে আসলে আপামর জনসাধারণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ দেখতে তার বাড়িতে শত শত লোক প্রতিদিন ভির জমাতে থাকেন। তারি ধারাবাহিকতায় জহিরুল ইসলামের উন্নতি সার্বিক পরিস্থিতি বিষয়ে সরে জমিনে খোঁজখবর নিতে ক্লাবের সাংবাদিকরা উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা ৭/১২ দুপুরে জহিরুল ইসলামের বাড়িতে অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা বলেন, আমি আমার সাংবাদিক জহিরুল ইসলামের স্ট্রোকজনিত কথা শোনার সাথে সাথেই নবীনগর সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে কুমিল্লা সান মেডিকেলে দ্রুত প্রেরণ করি। সেখানে আমার পরিচিত সাংবাদিকদের কে হাসপাতালে পাঠাই। সাংবাদিক জহিরুলের অবস্থার উন্নতি না হওয়ার কারণে তাকে দ্রুত রেফার করে ঢাকা হৃদয় রোগইনস্টিটিউট হাসপাতালে পূর্ণরা প্রেরণ করি।আমি একজন সভাপতি হিসাবে জহিরুলের সুস্থতার জন্য যেখানে যতটুকু সহযোগিতা করার আমি তা করতে পেরেছি বিদায় আমি নিজেই অনেক গর্বিত মনে করছি আশা করি এমন করে সব সাংবাদিকদের পাশেই আমি আছি এবং থাকব।
এ সময় সাংবাদিক সঞ্জয় সাহার সাথে ছিলেন,খানজাহান আলী চৌধুরী, হেফজুল বাহার, খাইরুল ইসলাম, খাইরুল আমিন মাস্টার, শুভ চক্রবর্তী,ডাক্তার মনির হোসেন, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সবাই সাংবাদিক জহিরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করছেন।
Good news
Good