২৬ মার্চ, ২০২৪
ছবি: ছবি,নবীনগর সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬/৩/২৪) সূর্যোদয়ের সাথে সাথে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্মৃতি অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ, নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর কলেজ মিলনায়তনে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহসান পারভেজের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম খলিল,
কলেজ শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ সৈয়দ হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিলুফা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশিদ উল্লাহ, ইসলামের ইতিহাসের প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তৃতা ও আবৃত্তি পরিবেশন করেন ইভা আহমেদ ও ফারিহা আহমেদ।
পরে সরকারি কলেজের মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ গ্রহণ করে নবীনগর সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন ও রোভার স্কাউট।
Good news
Good