৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের এপিএ অর্জন

১৭ Jul, ২০২৩

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: কে পি এ অর্জনে উচ্ছ্বাসিত নবীনগর পল্লী বিদ্যুৎ

নীতি পরিকল্পনা অগ্রাধিকার ও অর্থবছরের প্রদেয় বাজেট অনুযায়ী নিজ নিজ অফিসেরএপি এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পল্লীবিদ্যুৎ সমিতি।

২০২২-২৩ অর্থ বছরে এপিএ টার্গেটের বিভিন্ন প্যারামিটারে সদর দপ্তরসহ জোনাল/সাব জোনাল অফিসসমূহের মধ্যে  অনবদ্য সাফল্য অর্জন করায় নবীনগর জোনাল অফিসকে শ্রেষ্ঠ অফিস সহ মোট ০৬টি ক্যাটাগরিত সম্মাননা প্রদান করা হয়। 

এই বিরল প্রাপ্তিতে ১৬/৭ রবিবার দুপুরে নবীনগর জোনাল অফিস কার্যালয়ে উদযাপন করেন। নবীনগর পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান ভূঁইয়ার অক্লান্ত নিরলস পরিশ্রমে এই এপিএ অর্জন করতে সক্ষম হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, 

নবীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, এজিএম কম (ও এন্ড এম) পলক সাহা,জলিলুর রহমান জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি, জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ নোমান মোল্লা,মোঃ সাদ্দাম হোসেন সহকারী এন্ড কো-অর্ডিনেটর, মোঃ আবু বকর মিটার মেকানিক কাম সুপারভাইজার,বিলিং সুপারভাইজার আলেয়া বেগম, লাইনম্যান, লাইন টেকনিশিয়ান, মিটার রিডার,মেসেঞ্জার ও বিলিং সহকারীরা উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good