২৭ জানুয়ারী, ২০২৪
ছবি: অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ।
জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য" সেই স্লোগানকে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়ার,নবীনগর মানব সেবা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন উদ্যোগে।
অসহায় ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে। প্রতিমাসে এক বেলা খাবার তুলে দেওয়ার প্রয়াস নিয়ে।সদ্য গঠন করা,অরাজনৈতিক, সামাজিক,সেবামূলক সংগঠন "মানবসেবা স্বেচ্ছাসেবীফাউন্ডেশন"২৭জানুয়ারি(শনিবার)দুপুরমানবসেবা সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রথম বারের মতো অসহায় ১৫৫ জন গরীব দুঃখি মানুষদের মধ্যে।এক বেলা উন্নত মানের খাবার বিতরন করেন।
এবং অসহায়,ছিন্নমূল, হতদরিদ্র মানুষের সেবার মধ্য দিয়ে এর পথচলা শুরু করেন।মদিনাতুল উলুম বাড়িখলা উত্তরপাড়া মাদ্রাসা ও বাড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে ৪০ জন কে এবং পথচারী ছিন্নমূল মানুষদের মাঝে ১১৫ জন কে এ সমস্ত খাবার বিতরণ করেন।
সংগঠনের সদস্যরা বলেন,আমরা সকলে একতাবদ্ধ হয়ে মানুষের কল্যাণ এগিয়ে যেতে চাই। এলাকার গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতে চাই।মানবিক মানুষেরা যার যার সামর্থ্য মতো এগিয়ে আসবেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে থাকবেন। তবেই আমরা এবং আমাদের সংগঠনের সফলতা আসবে।
Good news
Good