৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিনোদন

নায়ক মান্নার ১৫ তম মৃত্যু বার্ষিকী আজ

১৭ ফেব্রুয়ারী, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: সংগৃহিত

১৭ ফেব্রুয়ারি এই দিনে তিনি আমাদের ছেড়ে নাহ্ ফেরার দেশে চলে যান তিনি একজন সাফল্য নায়ক, যার ছবি, যার প্রতিটি সংলাপ, যার প্রতিটি ডাইলক প্রতিটি মুহূর্ত পাগল ভক্তদের হৃদয়ে সাড়া দিয়ে যায় যে সেই মহানায়ক মরে নাই, সেই আছে প্রতি ভক্তের অন্তরে, এখনকার সময়ে তার খ্যাত আছে।

বাংলা চলচ্চিত্রের নায়ক টাঙ্গাইলের গর্ব মান্নার ১৫তম মৃত্যুবার্ষিকী (জন্ম ১৪ এপ্রিল ১৯৬৪ এবং মৃত্যু ১৭ ফেব্রুয়ারি ২০০৮)

বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যিনি পরিচিত ছিলেন তার নাম এস এম আসলাম তালুকদার। তবে দেশব্যাপী তিনি পরিচিতি মান্না নামেই। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় জন্ম গ্রহণ করেছেন মান্না।
অসংখ্য ব্যবসা সফল ছবির নায়ক মান্না তাকে নিয়ে প্রযোজক-পরিচালকরা কোটি কোটি টাকা লগ্নি করতো। সকলের আস্থার নাম ছিলেন মান্না। একটা সময় ছিলো শুধু তার নামেই ছবি চলতো সিনেমা হলে। দর্শকরা লম্বা লাইন ধরে টিকিট কেটে তার সিনেমা দেখতো।

আজ ১৭ ফেব্রুয়ারি ঢাকাই ছবির এ মহানায়কের চলে যাবার একযুগ প্রয়াণ দিবসে নায়ক মান্নাকে স্মরণ করছেন তার আত্মীয় স্বজন সহশিল্পী ইন্ড্রাষ্ট্রির সকলেই ও ভক্তরা। তার সহধর্মিণীর নাম শেলী মান্না এবং একমাত্র পুত্র সিয়াম ইলতিমাস। তার প্রযোজনা প্রতিষ্ঠানে নাম ছিলো কৃতাঞ্জলি চলচ্চিত্র। প্রায় চার শতাধিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন। মান্না অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, ত্রাস, জনতার বাশা, তেজি, শান্ত কেন মাস্তান, লাল বাদশা, রুস্তম, ধর, কষ্ট,  আম্মাজান, আব্বাজান, স্বামী-স্ত্রীর যুদ্ধ, বোমা হামলা, অবুঝ শিশু, মনের সাথে যুদ্ধ, মেশিন ম্যান,  মায়ের মর্যাদা, উল্টা পাল্টা ৬৯, মা-বাবার স্বপ্ন, পিতা মাতার আমানত, লুটতরাজ, মরণ কামড়, শত্রু শত্রু খেলা ইত্যাদি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তিন শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন। 

উল্লেখ্য ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। টানা চব্বিশ বছরের দাপটিয় এ অভিনেতা। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম কালিহাতীর এলেঙ্গায় মান্নাকে সমাহিত করা হয়।

( তথ্য সংগ্রহ -গুগল থেকে )

Related Article