৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাটোরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত

০৭ জানুয়ারী, ২০২৩

রাজু কুমার দে,
নাটোর জেলা (নাটোর) প্রতিনিধি

ছবি: শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর উদ্বোধন এর স্থীর চিত্র

নাটোরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩এর উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের শংকর গোবিন্দ আধুনিক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই গেমস্-এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্তি পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, যুব গেমস্-এর প্রতিনিধি মোঃ মবিনসহ অন্যান্যরা। জেলার ৭ টি উপজেলা থেকে খেলোয়াররা এই গেমসে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে সারাদেশে ক্রীড়াবিদ তৈরীর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সার্বিক তত্বাবধানে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩এর উদ্বোধন করা হ’লো।
এছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে নাটোরের বিভিন্ন কৃতি খেলোয়াড়দের কথা উল্লেখ করেন, যারা ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে এসেছে এবং আগামীতে নাটোরে আরও প্রতিভাবান খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধা আশ্বাস দেন
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে ফিরে আসে। বিভিন্ন উপজেলা থেকে আগত অংশগ্রহণকারীরা ৬টি ইভেন্টসে প্রতিযোগিতা করবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good