১২ জানুয়ারী, ২০২৩
ছবি: র্যাব-০৫ সিপিসি - ০২ এর কতৃক আটককৃত ০৪ মাদক ব্যবসায়ী
নাটোর জেলার সিংড়া ও গুরুদাসপুর থানা এলাকায় ০২টি পৃথক অভিযান পরিচালনা করে ০১ কেজি ২৭০ গ্রাম গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ১১ জানুয়ারি ২০২৩ তারিখ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন বিলদহর (মৎসজীবিপাড়া) এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে একটি
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আটক কর হয় ০৪ মাদক ব্যবসায়ী কে। অভিযান কালে র্যাব -০৫ ৭৭০ গ্রাম গাজা, ০২ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড- এবং
মাদক বিক্রয় লব্ধ নগদ- ৩৯০০/- টাকা উদ্ধার করে। আটককৃত রা হলো আসামী ১। মোঃ সোহেল রানা (৩০), পিতা- মৃত
আলতাব মোল্লা,সাং-কালিনগর ২। মোঃ তাহিদ (২০), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- বিলদহর মৎসজীবিপাড়া, উভয় থানা-সিংড়া, জেলা- নাটোরদ্বয়’কে গ্রেফতার করে। অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই তারিখ সময় ০৭:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর থানাধীন বৃন্দাবনপুর গ্রাম হতে শুকনো গাঁজা ৫০০ গ্রামসহ আসামী মোঃ ওয়াসিম শেখ(৩০), পিতা -মোঃ শাজাহান শেখ ২। মোঃ সেলিম সরদার (২০), পিতা- মোঃ আশরাফ সরদার, উভয় সাং বৃন্দাবনপুর (বৃন্দাবনপুর সরকারী প্রইমারী স্কুলের পাশে), থানা গুরুদাসপুর, জেলা- নাটোরদ্বয়’কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা
হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
পরবর্তীতে নাটোর জেলার সিংড়া এবং গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।