০৭ মার্চ, ২০২৩
ছবি: পুষ্পস্তবক অর্পণ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এর উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে আজ সকাল ৯ টায় সাংসদ শফিকুল ইসলাম শিমুল এর উপস্থিতিতে নিজ বাসভবনে নেতাকর্মীদের নিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
পরে বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া ৭ মার্চের ভাষণ মাইকের মাধ্যমে পরিবেশন অব্যাহত রয়েছে।
এছাড়াও পরবর্তী কর্মসূচি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলিপ সাহা, জেলা যুবলীগের সভাপতি বাসিউল রহমান খাঁন চৌধুরী এহিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুলনাহার কাজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুল আলম, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ দলীয় নেতাকর্মী।
Good news
Good