২৬ মার্চ, ২০২৩
ছবি: নোংরা পরিবেশে মিষ্টি তৈরী করনের কিছু স্থীর চিত্র
নাটোরে র্যাবের অভিজানে অবৈধ ভাবে পন্য প্রক্রিয়াজাতকরনের অপরাধে ০৭প্রতিষ্ঠানকে ০২ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৫ মার্চ, ২০২৩ ইং তারিখ ১১:৩০ ঘটিকা হইতে ১৫:০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন উত্তর চৌকিরপাড়, ষ্টেশন বাজার, নীচা বাজার ও লাল বাজার এলাকায় ০৭টি পৃথক মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এবং জনাব মোঃ মেহেদী হাসান তানভীর, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
নাটোর জেলা কার্যালয় এর সহিত যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় পণ্য
উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে নাটোর জেলার সদর থানাধীন
উত্তর চৌকিরপাড় এলাকার “শিলা মিষ্টি বাড়ী” প্রতিষ্টান’কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে)- ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা ও “মৌচাক মিষ্টি ভান্ডার” প্রতিষ্টান’কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে)-১০,০০০/-(দশ হাজার) টাকা,
ও নীচা বাজারের “নবরুপ দধি ও মিষ্টান্ন ভান্ডার”
প্রতিষ্টান’কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ ধারায় (পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার
অপরাধে) ১০,০০০/-(দশ হাজার) টাকা, ও ষ্টেশন বাজারের “মডার্ণ মিষ্টান্ন ভান্ডার” প্রতিষ্টান’কে ভোক্তা অধিকার
সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ ধারায়(পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে) ৫০০০/-(পাঁচ
হাজার) টাকা, ও “ঘোষ মিষ্টান্ন ভান্ডার” প্রতিষ্টান’কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ ধারায়(পণ্যের
মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে) ২০,০০০/-(বিশ হাজার) টাকা,
এবং লাল বাজার এলাকায় “জয়কালী
মিষ্টান্ন ভান্ডার” প্রতিষ্টান’কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ ধারায় (পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে) ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ও “জয়কালী বাড়ী দ্বারিক ভান্ডার” প্রতিষ্টান’কে ভোক্তা
অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে)-
১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেন।
পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর কর্তৃক জরিমানাকৃত সর্বমোট ২,০০,০০০/-
(দুইলক্ষ) টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।