২১ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: মহান ভাষা আন্দেলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশুদের শ্রদ্ধাঞ্জলী
টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস অমর একুশে পালিত হয়েছে।
অমর একুশে উপলক্ষ্যে মির্জাপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, প্রভাত ফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ মাদ্রাসায় বিশেষ মোনাজাত করা হয়। মহান শহীদ দিবস উপলক্ষ্যে মির্জাপুর উপজেলা প্রশাসন উপজেলা হলরুম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর সরকারি কলেজেও আলোচনা সভা প্রভাত ফেরি নানা কর্মসূচী পালন করে।
Good news
Good