৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

নাগরপুরে উপজেলা বিএনপি'র উদ্যোগে ঐতিহাসিক সংহতি ও বিপ্লব দিবস উদযাপিত

০৭ নভেম্বর, ২০২৪

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: ঐতিহাসিক সংহতি ও বিপ্লব দিবস উদযাপিত

নাগরপুরে উপজেলা বিএনপি'র উদ্যোগে ঐতিহাসিক সংহতি ও বিপ্লব দিবস উদযাপিত


১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। তখন থেকেই ৭ নভেম্বরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ৭ নভেম্বর'২৪ রোজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি এর নেতৃত্বে উপজেলা বিএনপি এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহমেদ আলী রানা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাবেক ভিপি নাজমুল হক স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: শহিদুর রহমান মনির, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ সহ উপজেলা বিএনপি এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good