০৩ ডিসেম্বর, ২০২২
ছবি: সাংবাদিক মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া
দৈনিক নয়াদিগন্ত ও বিএমএফ টেলিভিশনের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো.হারুন অর রশিদের মমতাময়ী মাতা মরহুমা হামিদা বেগমের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ ডিসেম্বর ২০২২ খ্রি.)সকালে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক ডা.এম.এ.মান্নান এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডা.কাউছার খাঁন, সাংবাদিক রিফাত, সাংবাদিক হাসিবসহ নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মো.হারুন অর রশিদের মমতাময়ী মাতা হামিদা বেগম (৮২)বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টায় ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। শুক্রবার বেলা ১১টায় গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে গোড়াইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি চারছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ধন্যবাদ 🌸💚
Good news