৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা / সারাদেশ

নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

০৭ ফেব্রুয়ারী, ২০২৩

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহন করছেন এক শিক্ষার্থী।

টাঙ্গাইলের নাগরপুরের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় মাঠে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মো. মোন্নাফ মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, অগ্নিবীণা আইডিয়াল কলেজের সভাপতি মীর মুশফিকুর হোসেন শৈবাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান খান প্রমুখ। 

ক্রীড়া শিক্ষক মো.দেলোয়ার হেসেনের সার্বিক দিকনির্দেশনায় ও বিদ্যালয়ের সকল শিক্ষকদের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় ২০ টির বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও যেমন খুশি তেমন সাজো এবং ‘বালিশ খেলা’ ইভেন্টটি হয়েছিল বিশেষ উপভোগ্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরষ্কৃত করা হয়। এ সময় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লেসহ সকল খেলা উপভোগ করেন প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকবৃন্দ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good