২৩ মার্চ, ২০২৩
ছবি: আলোচনা সভার একাংশ
টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের হল রুমে মোঃ রওশন আলী খান এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসাবে ২৫ মার্চ সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্যবহুল আলোচনা রাখেন সাবেক উপজেলা কমান্ডার, আসন্ন নাগরপুর মুক্তিযোদ্ধা কমান্ড নির্বাচন এর কমান্ডার পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা.মো.সোলায়মান মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক মোখলেছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।